প্রকাশিত: Thu, Jan 25, 2024 10:47 PM
আপডেট: Tue, Jul 1, 2025 7:31 PM

[১] গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের রায় আজ

ইমরুল শাহেদ: [২] গাজায় ইসরায়েলি সামরিক অভিযান একটি রাষ্ট্র পরিচালিত ‘গণহত্যা’ বলে দক্ষিণ আফ্রিকার অভিযোগের পর ইসরায়েলের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেবে। সূত্র: এনডিটিভি

[৩] আইসিজের এক বিবৃতিতে বলা হয়েছে, হেগের পিস প্যালেসে শুক্রবার দুপুর ১টায় একটি ‘পাবলিক সিটিং’ অনুষ্ঠিত হবে যেখানে বিচারক জোয়ান ই. ডনোগুই আদালতের আদেশ পড়ে শোনাবেন। 

[৪] বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক বিচার আদালত গাজায় গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের আওতায় দক্ষিণ আফ্রিকার আবেদনের মামলায় আদালত আদেশ প্রদান করবেন।’ 

[৫] পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রত্যাশা আইসিজে গাজায় এখনই যুদ্ধ বন্ধ করে সেখানকার লাখ লাখ বাসিন্দার জন্য যথেষ্ট পরিমাণ মানবিক ত্রাণ পাঠানোর নির্দেশ জারি করবে। বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল দু’টি সূত্রের বরাত দিয়ে দক্ষিণ আফ্রিকার নিউজ২৪ জানিয়েছে, শুক্রবার আদালতের রায় শোনার জন্য দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল হেগের আদালতে উপস্থিত থাকবে।

[৬] গাজা উপত্যকার ফিলিস্তিনি নাগরিকদের ওপর চলমান গণহত্যা বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করার জন্য গত মাসের শেষ দিকে আইসিজেতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। মামলার আর্জিতে বলা হয়, ‘ইসরায়েল গাজার বাসিন্দাদের ওপর গণহত্যা চালিয়েছে, গণহত্যা চালাচ্ছে এবং ভবিষ্যতেও গণহত্যা চালানোর ঝুঁকি সৃষ্টি করছে।’ একই সঙ্গে ইসরায়েল যেন উপত্যকাটিতে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে, সে নির্দেশ দিতে আইসিজের প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা।

[৭] জাতিসংঘের সর্বোচ্চ আইনি সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত এই আদালত দুই দেশের মধ্যে বিরোধ মেটাতে পদক্ষেপ নিয়ে থাকে। আইসিজের দেওয়া সিদ্ধান্তগুলো মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে তা মানার জন্য কোনো দেশের ওপর খুব কম শক্তিই খাটাতে পারেন এই আদালত। সম্পাদনা: ইকবাল খান